মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে ব্যবসায়ীর মৃত্যু

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: সদর উপজেলার শোলমারা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্জিল আহমেদ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সতেরদরিয়া এলাকার মৃত ওয়াহেদ আলী মুন্সীর ছেলে ও স্থানীয় বাজারের ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা সদর থেকে বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলযোগে মঞ্জিল আহমেদ বাড়ি ফিরছিলেন। শোলমারা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়েন। এতে মাথায় মারাত্মক আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।