করিমগঞ্জে মামার হাতে ভাগ্নে খুন!

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: সম্পত্তি নিয়ে বিরোধে করিমগঞ্জে মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন। এলাকাবাসী জানায়, ইটনার চৌগাঙ্গা এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে জনি রহমানদের (২৮) সঙ্গে করিমগঞ্জের নিয়ামতপুরের নাহিরাজপাড়ার নানার বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ ছিল।

শুক্রবার দুপুরে জনি তার মা সজিদা বেগমকে নিয়ে নানার বাড়ির গাছের কাঁঠাল পেরে রিকশায় তুলে বাড়ি ফেরার সময় জনির মামা জালালউদ্দিন (৫০), তার দুই ছেলে রাফি ও নাফি উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে জনিকে মারাত্মক আহত করে। আশঙ্কাজনক অবস্থায় জনিকে করিমগঞ্জ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।