কারাগারে থেকেও আলো ছড়িয়েছে তারা

রাজশাহী থেকে কাজী শাহেদ: কারাগারে থেকেও এবারের এসএসসি পরীক্ষার অংশ নিয়ে আলো ছড়িয়েছে ৫ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কারাগার থেকে ৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫ জন। এর মধ্যে ৪ জনই পেয়েছে জিপিএ-৫।

রাজশাহী শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে ৩ জন পরীক্ষার্থী কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে তিনজনই পেয়েছে জিপিএ-৫। তারা হলো জাহিদুল হোসেন রাসেল, আরিফ রায়হান ও নাজমুল হাসান স্বপন।

এছাড়া রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মিজানুর রহমান কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রাজশাহীর মাসকাটাদীঘি বহুমুখী কারিগরী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জিপিএ-২ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মামুন আলী পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়।