ম্যালেরিয়া নিয়ন্ত্রণে শ্রীবরদীতে এডভোকেসি ওয়ার্কশপ

শেরপুর থেকে রেজাউল করিম: জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূিচর আওতায় শেরপুরের শ্রীবরদীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায়, গ্লোবাল ফান্ডের অর্থায়নে ও র‌্যাসডোর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শনিবার ম্যালেরিয়া প্রতিরোধে এডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

Rasdo-
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শনিবার ম্যালেরিয়া প্রতিরোধে এডভোকেসি ওয়ার্কশপ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল। আরও বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র এসিস্ট্যান্ট স্পেশালিষ্ট শহীদুল্লাহ ভূইয়া, র‌্যাসডোর পিএম জয়নাল আবদিন, ম্যানেজার পীতিশ চন্দ্র শীল, ব্র্যাকের স্বাস্থ্য বিষয়ক ম্যানেজার আব্দুর রেজ্জাক, এডিপি ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার জেমস শিকদার, সাবেক উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।

সভায় উপজেলার ম্যালেরিয়া প্রতিরোধ ও কার্যক্রমের ওপর একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয়।