রংপুরে আশ্রয়ণ প্রকল্প নিয়ে দিনব্যাপী বিভাগীয় কর্মশালা

রংপুর থেকে জয়নাল আবেদীন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, উন্মুক্ত পদ্ধতিতে বাছাই করে আশ্রয়ণ প্রকল্পে যোগ্য সুবিধাভোগী নিবার্চন করতে হবে। এর কোনও ব্যত্যয় ঘটানো যাবেনা। আর খোলা মাঠে প্রকাশ্যে সুবিধাভোগী নিবার্চন করতে পারলে কোনও অনিয়ম হবে না, সমালোচনাও কেউ করতে পারবেনা ।

0000-1
রংপুরে আশ্রয়ণ প্রকল্প নিয়ে দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ

শুক্রবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আশ্রায়ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে মাঠ পর্যায়ে  কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে কর্মশালায় “আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জহিরুল হক, আশ্রায়ণ প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পরিচালক ড.প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, উপ প্রকল্প পরিচালক মো: নূরন্নবী রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, অতিরিক্ত প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

রংপুর বিভাগের অনেক প্রকল্প নদী গর্ভে বিলীন হচ্ছে,  রংপুর বিভাগে আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়নে প্রধান প্রধান অন্তরায়, তিস্তা ধরলা ব্রক্ষপুত্র নদের ভাঙ্গন, চর এলাকায় কি কি ধরনের ব্যারাক নির্মাণ যুক্তিযুক্ত হবে, এছাড়াও এ অঞ্চলে  গৃহহীন দরিদ্র জনগণের  জন্য কী ধরনের  প্রকল্প গ্রহণ করলে ভালো হবে এসব বিষয় কর্মশালায় প্রাধান্য পায়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা, সেনাবাহিনী ও প্র্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫০জন অংশ নেন।