রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ দিনাজপুর বোর্ডে সেরাদের সেরা

রংপুর থেকে জয়নাল আবেদীন: দিনাজপুর শিক্ষাবোর্ডের মধ্যে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শীর্ষস্থান পেয়ে রংপুর বিভাগে সেরা হয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। ৩শ৪০ শিক্ষার্থীর মধ্যে ৩শ৩৯ জন জিপিএ-৫ ও একজন জিপিএ পেয়ে সকলে পাস করেছে।

Rangpur Photo_30.05.15 (2)
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সেরা ফলাফল করে আনন্দ প্রকাশ করছে

এদের মাঝে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩শ৯ জনের মধ্যে ৩শ৮ জন জিপিএ-৫ ও একজন জিপিএ পেয়েছে। এছাড়া বাণিজ্য বিভাগের ৩১ পরীক্ষার্থীর মধ্যে সকলে জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগের কোনও পরীক্ষার্থী ছিল না। ইংরেজী মাধ্যমের প্রতিষ্ঠান দি মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজের ৬৬ পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৬২ জন জিপিএ-৫ ও ৪ জন বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়ে সফলতা দেখিয়েছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে  পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

শনিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের সাফল্যের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ভিড় জমায়। একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দ প্রকাশ করে। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী রেজা রাফা, দি মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজ  ছাত্র ফাহিম ফয়সাল হক তাদের প্রতিক্রিয়ায় জানায়, হরতাল অবরোধ, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা প্রতিকূলতার মধ্যেও তাদের এ ফলাফল পেয়ে তারা খুশি। শিক্ষার্থী মিষ্টি বলেন, বাবা-মার অনুপ্রেরণা, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের সহযোগিতা তাকে এ ফল পেতে উৎসাহিত করেছে।

Rangpur Photo_30.05.15 (3)
সেরা সাফল্যে শিক্ষার্থীদের আনন্দ প্রকাশ

ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল নাজমুল হুদা জানান, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজী মাধ্যমের প্রতিষ্ঠান দি মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজ প্রতিবারের মত এবারও অত্যন্ত প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের কর্তব্যনিষ্ঠ শিক্ষক, শিক্ষিকাগণের বাস্তবধর্মী নিয়মিত শিক্ষাদান, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন ও ভালো ফলাফল করার দৃঢ় প্রচেষ্টা এবং অভিভাবকবৃন্দের সুনিপুণ তত্ত্বাবধান, সাহায্য-সহযোগিতাসহ এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দক্ষ ও কার্যকরী দিক-নির্দেশনা ভাল ফলাফল অর্জনে মূখ্য ভূমিকা রেখেছে।

রংপুর ক্যাডেট কলেজ দিনাজপুর শিক্ষাবোর্ডে দ্বিতীয়, দি মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজ তৃতীয় এবং রংপুর জিলা স্কুল চতুর্থ স্থান দখল করেছে।