রাজশাহী শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ কমেছে

রাজশাহী থেকে কাজী শাহেদ: এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার গতবারের চেয়ে কমেছে ১ দশমিক ৩৭ শতাংশ। ২০১৪ সালে এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। পাসের হারের পাশাপাশি এ বছর কমেছে জিপিএ-৫। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৮১৫ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামসুল কালাম আজাদ জানান, এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৮ হাজার ৩০৩ জন। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯১৭ জন এবং ছাত্রী ৬১ হাজার ২৮২ জন। পাস করেছে ১ লাখ ২১ হাজার ১০৮ জন। ৯৬৯ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফল আজ শনিবার প্রকাশিত হয়েছে।