শেরপুর থেকে হাকিম বাবুল: দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করে জেলা বিএনপি।
৩০ মে শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মুন্সী ফজলুল বাসেত আঞ্জু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আশীষ, সাইফুল ইসলাম স্বপন, শহিদুল ইসলাম, এমদাদ হোসেন মাস্টার, ছাত্রদল নেতা আবু রায়হান রুপন, কামরুল ইসলাম প্রমুখ। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে শোক র্যালি বের হয়ে জেলা কার্যালয়ে মিলিত হয়।
পরে বেলা দুইটায় জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হক রুবেলের বাসায় গণভোজের আয়োজন করা হয়।
মংলায় জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী পালন
মংলা (বাগেরহাট) থেকে জাহিবা হোসাইন: মংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী। দিনটি উপলক্ষে শনিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে (অস্থায়ী) আলোচনা সভাসহ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন মসজিদে পৃথক পৃথক আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ফরিদউদ্দিন, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: জুলফিকার আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্লা আব্দুল জলিল, খলিলুর রহমান, পৌর যুবদল সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রমহমান মানিক, পৌর ছাত্রদল সভাপতি ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইমান হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুবুর রহমান টুটুলসহ দলের সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।
নানা কর্মসূচির মধ্যদিয়ে রংপুরে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালিত
রংপুর থেকে জয়নাল আবেদীন: আলোচনা সভা, দোয়া মিলাদ এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মধ্যে দিয়ে শনিবার রংপুরে বিএনপির জনক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। বাদ জোহর নগরীর গ্রান্ডহোটেল মোড়ে দলীয় কার্যালয়ে জেলা এবং মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলের সিনিয়র নেতা সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা সম্পাদক সাইফুল ইসলাম, নাজমুল আহসান নাজু, সিরাজুল ইসলাম সিরাজ, মোস্তফা । এরপর দলীয় নেতা কর্মীরা দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
খুলনা থেকে সোহরাব হোসেন: খুলনায় যথাযথ মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালনের লক্ষ্যে খুলনায় বিএনপি ৫ দিনের কর্মসূচি গ্রহণ করে। শনিবার ছিল তার দ্বিতীয় দিন। ভোরে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক ব্যাজ ধারণ করা হয়। বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে জমায়েত, সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও নগরীতে শোক র্যালির কর্মসূচি ছিল। তবে পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় শোক র্যালি পালিত হয়নি।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মনিষ্ঠা, দেশপ্রেম, সততা, সাহস, নিরহংকারী অতি সাধারণ জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে এ জাতি যখন দিশোহারা এবং নেতৃত্বহীন তখন মেজর জিয়াউর রহমান অসম সাহসিকতার সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তিনে নিজে রণাঙ্গণের বীরযোদ্ধা ছিলেন এবং বীরত্বের জন্য বীর উত্তম খেতাব লাভ করেন।
দেশে এখন ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম হয়েছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশালতন্ত্র কায়েম করা হয়েছে। এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই। বক্তব্য রাখেন, কেসিসির মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী। কর্মসূচিতে অংশ নেন সাবেক এমপি মোঃ মুজিবর রহমান, শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম মেজো ভাই, অধ্যাপক আব্দুল মান্নান, এ্যাড. বজলার রহমান, এ্যাড. এস আর ফারুক, শেখ খায়রুজ্জামান খোকা, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন প্রমুখ।
আলোচনা ও দোয়া শেষে নগরীর সকল ওয়ার্ড ও থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের উদ্যোগে নগরীর শতাধিক স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
রংপুরের হারাগাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালিত
রংপুর থেকে জয়নাল আবেদীন: শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মধ্যে দিয়ে রংপুরের হারাগাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। এরপর শোক র্যালি নিয়ে হারাগাছের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালায়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
হারাগাছ পৌর বিএনপির আহবায়ক মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সহ সভাপতি হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশীদ মামুন, রংপুর জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ইয়ামিন আলী, হারাগাছ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মোতাব্বেল হোসেন টিটো।
এরপর দলীয় নেতা কর্মীরা দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।