শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ফলাফলে শীর্ষে

শেরপুর থেকে হাকিম বাবুল: এসএসসি পরীক্ষার ফলাফলে শেরপুর জেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি শীর্ষস্থান লাভ করেছে। শনিবার প্রকাশিত ফলাফলে সরকারি ভিক্টোরিয়া একাডেমির ২২৫ পরীক্ষার্র্থীর মধ্যে ২২২ জন পাস করেছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। পাসের শতকরা হার ৯৮ দশমিক ৬৩।

Sherpur Pic-2
জেলার সেরা ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১০ পরীক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের শতকরা হার ৯৮ দশমিক ১৩। শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের ১৪১ শিক্ষার্থীর মধ্যে ১৪০ জন পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন। নবারুণ পাবলিক স্কুলের পরিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। ৮৭ পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন জিপিএ-৫ এবং অন্যরা এ-গ্রেড পেয়েছে। বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের ১৭ শিক্ষার্থী শতভাগ পাস করেছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন।