শ্রীবরদীতে কাল্বের নির্বাচনে প্রতীক বরাদ্দ

শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের শ্রীবরদী উপজেলার শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কাল্ব) ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পনে পাঁচটার দিকে উপজেলার কাল্ব অফিস কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে ৬টি পদের জন্য ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কাল্বের অফিস সূত্র এসব তথ্য জানান।

কাল্বের নির্বাচন পরিচালক উপজেলা সমবায় কর্মকর্তা তপন কুমার দাস জানান, উপজেলায় কাল্বের ভোটার সংখ্যা ৩শ ৩৭ জন। এবার নির্বাচনে সভাপতি পদের জন্য আলহাজ্ব মোঃ আমান উল্লাহ হেলাল (ছাতা প্রতীক) ও হাবিবুর রহমান হাবিব (চেয়ার প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আগামি ১২ জুন শহরের এপিপিআই উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মচারী শামছুল হক মৃধা, নরুন নাহার ও কাল্বের অন্তর্বর্তীকালীণ সভাপতি আবুল কাশেম।