ঈশ্বরদীতে খেলাঘরের শিশুদের লিচু উৎসব

ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে শনিবার খেলাঘরের শিশুদের লিচু উৎসব অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু শিশুদের লিচু খাইয়ে এই উৎসবের উদ্বোধন করেন।

ishwardi-30,5,15
খেলাঘরের সভাপতি এনামুল ইসলাম জিন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জাকিরুল মওলা সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, পাবনা অপরাজিত খেলাঘর আসরের উপদেষ্টা অধ্যাপিকা সামসুন নাহার বর্ণা, অধ্যাপিকা শাহিদা জামান, মোস্তাফিজুর রহমান তুফান, অমিত কুমার দাশ প্রমুখ।