ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে শনিবার খেলাঘরের শিশুদের লিচু উৎসব অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু শিশুদের লিচু খাইয়ে এই উৎসবের উদ্বোধন করেন।
খেলাঘরের সভাপতি এনামুল ইসলাম জিন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জাকিরুল মওলা সুমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, পাবনা অপরাজিত খেলাঘর আসরের উপদেষ্টা অধ্যাপিকা সামসুন নাহার বর্ণা, অধ্যাপিকা শাহিদা জামান, মোস্তাফিজুর রহমান তুফান, অমিত কুমার দাশ প্রমুখ।