জীবন শেখ হত্যাকাণ্ডে রাজশাহীতে আ’লীগ সভাপতিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জীবন শেখ নামের একজন নিহত হওয়ার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় হত্যামামলা দায়ের হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে নিহত জীবন শেখের বড় বোন মোসা. সম্পা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসানসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান (৪৫), বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান তুহিন (১৮) ও রেদওয়ানুল রহমান তুষার (২৪), মিয়াপাড়া এলাকার সুর্য মিয়ার ছেলে পাপ্পু (৪৩) এবং হোসেনীগঞ্জ এলাকার কালামের ছেলে রনি (২৭)।

ওসি বলেন, এই মামলায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এদিকে জীবন শেখ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে নগরীতে মানববন্ধন করেছেন এলাকাকবাসী। ১১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর পক্ষে গতকাল বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।