রংপুর থেকে জয়নাল আবেদীন: বর্ণাঢ্য র্যালি আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রোববার রংপুরে জাতিসংঘের আর্ন্তজাতিক শান্তিরক্ষা দিবস পালিত হয়েছে। সকাল ৮টায় রংপুর সেনানিবাসের প্রধান ফটকের সামনে থেকে সেনা তত্বাবধানে সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী,বিজিবি পুলিশ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়।
রংপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুদ্দিনের নেতৃত্বে র্যালিটি রংপুর মেডিকেল কলেজ মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ^াশত বাংলা মুক্তিযুদ্ধ সামরিক যাদুঘরে এসে শেষ হয়।
এরপর সেখানে অলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।