কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবার বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন। এদের মধ্যে তিনটি স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। প্রতিষ্ঠানগুলো হলো কাউখালী সরকারী বালক বিদ্যালয়ে ২ জন, এস.বি.সরকারী বালিকা বিদ্যালয় থেকে ৪ জন, কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫ জন। উপজেলায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও স্কুল শতভাগ পাস করেনি।
অপর দিকে দাখিল পরীক্ষায় ৫টি মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এর মধ্যে দারুচ্ছুন্নত ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৬ জন, লাঙ্গুলী ফাজিল মাদ্রাসায় ২ জন, জোলাগাতী ফাজিল মাদ্রাসায় ২ জন। দারুচ্ছুন্নত ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শতভাগ পাস করেছে। তাদের ২৮জন পরীক্ষার্থীই পাস করেছে।