শেরপুর থেকে রেজাউল করিম: বিশ্ব মানবের কল্যাণার্থে শেরপুরের নালিতাবাড়ীর নাঁকুগাও সীমান্ত সংলগ্ন পানি হাটির গঙ্গাঁতীরে সনাতন ধর্মালম্বীদের দুই দিনব্যাপী রঘু নাথের দন্ড উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার এ উৎসবের ঐতিহাসিক চিড়া দধির মধ্য দিয়ে শেষ হলো মহোৎসব।
এ উপলক্ষে শনিবার থেকে শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত ও সন্ধ্যা আরতীসহ দিনব্যাপী চলে নাম কীর্ত্তন। আজ ত্রয়োদশী তিথিতে নাঁকুগাও শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও নামকীর্ত্তন সহ মহা প্রসাদের মধ্যদিয়ে শেষ হলো ঐতিহাসিক এই চিড়া দধি মহোৎসব । অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে চিড়া দধির মহাপ্রসাদ বিতরণ করা হয় ।