বগুড়ায় বিদেশী পিস্তলসহ অস্ত্র উদ্ধার, যুবলীগ নেতা আটক

প্রতিনিধি, বগুড়া: শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে তিনটি  বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নাণ্টু মিয়া (৪০) নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েফুর রহামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাজাহানপুরের ফুলতলা এলাকার একটি বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

borgra arms recovered
ওপরে: নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে আটক মন্টু মিয়া (নীল গেঞ্জি পরা)। নিচে: উদ্ধারকৃত অস্ত্র

ফুলতলার মৃত শুকুর আলী প্রামাণিকের ছেলে নাণ্টু মিয়া  ১৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত জেলা যুবলীগ কর্মী ও শীর্ষ সন্ত্রাসী মজনু প্রামাণিকের ছোট ভাই তিনি। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নান্টু মিয়া বগুড়া র‌্যাব-১২’র হেফাজতে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েফুর রহমান আশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত নাণ্টু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। ওই বড়ি থেকে তিনটি বিদেশী পিস্তল, ৪১ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, তিনটি রাম দা, দুটি চাপাতি, একটি ছোরা, একটি নোজ প্লাস, ৩০০ গ্রাম গাঁজা,  নগদ ১ লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয় এবং নাণ্টু মিয়াকে আটক করা হয়।