রংপুরে শুরু হয়েছে ৩৫তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর ক্রিকেট গার্ডেনে সোমবার থেকে শুরু হয়েছে ৩৫তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। বাংলাাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষতায় এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়  সকালে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।

PHOTO0229

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদক এ্যাডভোকেট আনারুল ইসলাম দিনাজপুর জেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। উদ্বোধনী খেলা দিনাজপুর এং পঞ্চগড় জেলার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

৩৫তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ রংপুর ভেন্যুতে দিনাজপুর পঞ্চগড় গাইবান্ধা এবং ঠাকুরগাঁও এ চারটি দল অংশ নিচ্ছে। খেলা চলবে ছয়দিন ব্যাপী।