কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: বুদ্ধি প্রতিবন্ধী দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (৭) ধর্ষণের ঘটনায় দোকানদার নুর ইসলামকে (৪৮) আসামি করে কলাপাড়া থানায় মামলা হয়েছে। রবিবার নির্যাতনের শিকার শিশুর পিতা এ মামলা দায়ের করেন। শিশুটি এখন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ইটভাটাসংলগ্ন এলাকায় চকলেট ও বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে গত ২৮ মে শিশুটির ওপর নির্যাতন চালায় ওই নুর ইসলাম।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির বাবা-মা একটি এনজিওর ঋণের টাকা আনার জন্য কলাপাড়া পৌরশহরে আসে। এ সুযোগে তাকে ধর্ষণ করে নুর ইসলাম। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পরই নুর ইসলাম পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।