কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: জেলার কুলাউড়ায় ১০ বছরের শিশু মাদ্রাসা ছাত্র আলামিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার হাসপাতালে তার মৃত্যু হয়।

আলামিন ও তার ভাই আব্দুর রহমান দীর্ঘদিন ধরে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের জামান আহমদের বাড়িতে লজিং থেকে ভুকশিমইল হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। রোববার রাতে তারা দুই ভাই একসঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে।

সোমবার সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই ভাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদশর্ক (এসআই) ফরিদ আহমদ জানান, মৃত্যু রহস্যজনক। তবে আলামিনের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।