কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে খাসজমি বন্টনে অনিয়ম, ভূমি অফিসের দুর্নীতি বন্ধ ও প্রকৃত ভূমিহীনদের খাসজমি বন্দোবস্তর দাবিতে সোমবার বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শাখার সম্পাদক কৃষকনেতা কমরেড নিমাই মণ্ডল, উপজেলা কৃষক সমিতির সভাপতি নারায়ন চন্দ্র মিস্ত্রি, কৃষক নেতা আবু শাহিন, ভূমিহীন নেতা তানজের আলী, সেলিম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নেতারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পৃথকভাবে তাদের অভিযোগ তুলে ধরেন এবং তা বাস্তবায়নের দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।