নকলার স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মুর্তুজ আলী গ্রেফতার

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নকলা উপজেলার মমিনাকান্দা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি মুর্তুজ আলীকে (৫০) সোমবার সকালে শেরপুর টাউনের থানা মোড় থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি নকলা উপজেলার বালিয়াদী গ্রামের মৃত বাছির ফকিরের ছেলে।

গ্রেফতারের পর আসামি মুর্তুজ আলী অসুস্থ হয়ে পড়ায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশের পাহারায় তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পরই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গত ২৪ মে ১০ বছরের ওই স্কুলছাত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতিবেশি মুর্তুজ আলী তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীকে এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে ধর্ষক মুর্তুজ আলী পালিয়ে যায়।

পরে ওইদিন রাতেই ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে তার মাকে ঘটনা জানায়। তার শারিরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঘটনার শিকার শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আদালতে আত্মসমর্পনের জন্য আসার পথে শেরপুর টাউনের থানা মোড় থেকে নকলা থানা পুলিশ ধর্ষক মুর্তুজ আলীকে গ্রেফতার করে।