নালিতাবাড়ীতে ২ গাঁজা ব্যবসায়ীর জেল

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই গাঁজা ব্যবসায়ীকে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব সমেশ্চুড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে রমজান আলী (৪২) ও নয়াবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ছর আলী (৪০)। রমজান আলীর কাছে ৪০০ গ্রাম ও নয়ছর আলীর কাছে ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। সাজাপ্রাপ্তদের জেলে পাঠানো হয়েছে।