নিজাম রাজশাহী সিটির ভারপ্রাপ্ত মেয়র

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পেয়েছেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামউল আযীম। সোমবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে নিয়োগ দেওয়া হয়।

rajshahi photo file 1 (rcc mayor) 01 june
নিজামউল আযীম

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরজ কুমার নাথ স্বাক্ষরিত ওই চিঠিতে নিজামউল আযীমকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১০৫-এ প্রদত্ত ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামউল আযীমকে সিটি করপোরেশনের আর্থিক ও অন্যান্য ক্ষমতাবলী প্রদান করা হল। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামউল আযীম জানান, তাকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। যার স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০৭১.১৮.০৩২.১৫ (অংশ-১).৩২৯। মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেেবন।

গত ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাসিকের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে। বুলবুলের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ একাধিক নাশকতার মামলা আছে। এছাড়া আদালত তার নামে দেওয়া চারটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন।