নেত্রকোনায় ট্রলার ডুবে নারীর মৃত্যু

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোলামখালী নদীতে  মঙ্গলবার ট্রলার ডুবে দিলরুবা (২৮) নামের একজন মারা গেছেন। তিনি বারহাট্টা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সেলিম হায়দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নেত্রকোনা সদর উপজেলার কংশ নদীর ঠাকুরাকোনা ঘাট থেকে ১০/১২ জন যাত্রীসহ মালাবোঝাই ট্রলারটি সুনামগঞ্জের মধ্যনগর বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ট্রলারটি নেত্রকোনা সদর উপজেলার গোলামখালী নদীর দশধার এলাকায় এসে বাঁক নিতে গিয়ে ডুবে যায়।

এ সময় দিলরুবা নদীতে ডুবে মারা যান এবং বাকিরা সাঁতার কেটে তীরে ওঠে। স্থানীয়রা দিলরুবার মৃতদেহ গোলামখালী নদী থেকে উদ্ধার করে।