মানিক মিয়ার মৃত্যুবার্ষিকীতে শিক্ষার্থীদের পাণ্ডুলিপি বিতরণ

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: ইত্তেফাকের প্রতিষ্ঠাতা নির্ভীক সাংবাদিক ও সাংবাদিকতা জগতের পুরোধা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরুর উদ্যোগে মানিক মিয়ার কর্মময় জীবনের উপর “প্রজন্মের চোখে মানিক মিয়া” নামে পাণ্ডুলিপি সোমবার সকালে কাউখালী এস. বি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

KAWKHALI-1
“প্রজন্মের চোখে মানিক মিয়া” নামে পাণ্ডুলিপি কাউখালী এস. বি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়

এ পাণ্ডুলিপিতে মানিক মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানাদিক তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ এ. রাজ্জাক, সহকারি শিক্ষক মোঃ জলিলুর রহমান, মৃনাল চন্দ্র রায় ও শিক্ষার্থীরা। পরে উদ্যোক্তা আঃ লতিফ খসরু উপজেলার কাউখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের  হাতে এই পাণ্ডুলিপি তুলে দেন।

দুপুরে আঃ ছোবাহান স্মৃতি পাঠাগারে আঃ লতিফ খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনিল চন্দ্র কুন্ডু, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপজেলা পরিচালক শাহ আলম নসু, ইউপি সদস্য জেপি নেতা নেপাল চন্দ্র দে, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, জাতীয় ছাত্র সমাজের (জে.পি) সভাপতি মঞ্জুরুল মাহফুজ পায়েল, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাতে জন্য বিশেষ দোয়া করা হয়।