রোহিঙ্গাদেরকে হাতিয়ায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: কক্সবাজার থেকে রোহিঙ্গাদেরকে নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারের উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে হাতিয়া ছাত্র ক্যলাণ পরিষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাতিয়া ছাত্র ফোরম ও আমরা হাতিয়ার সন্তান’র ব্যানারে মানবন্ধন করা হয়।

IMG_20150602_104008
রোহিঙ্গাদেরকে নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর রহমান, আমরা হাতিয়ার সন্তান সংগঠনের মো. সারোয়ার ও মঞ্জু খান।

বক্তারা জানান, কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গার চরে স্থানান্তরের বিষয়ে সরকারের উদ্যোগের বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে। এ জন্য ঠেঙ্গার চরের পাঁচশ একর জমি বরাদ্দের প্রক্রিয়াও চলছে। বক্তারা বলেন, সরকারের এই ধরনের উদ্যোগের ফলে হাতিয়াসহ পুরো নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। একইসাথে ভূমিহীনরা ভূমির অধিকার থেকে বঞ্চিত হবেন।