মংলা (বাগেরহাট) থেকে জাহিবা হোসাইন: সুন্দরবনের করমজল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে র্যাব ও কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মংলা) ঢাংমারী স্টেশন সংলগ্ন করমজল এলাকায় র্যাব-৬ ও কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে বনদস্যু সুমন বাহিনী প্রধান সুমন (২৪) ও রবিউলকে (২২) আটক করে।
আটক দস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি শর্টগান, ১টি এসএনজি, ১টি এয়ারগান, ১টি কাঠের তৈরি দেশী বন্দুক ও ৭৬ রাউন্ড গুলি। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি-চাদাবাজি মামলা দায়েরের পর পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় কোস্ট গার্ড।