পাকশীতে বজ্রপাত কেড়ে নিল আমকুড়ানি দু শিশুর প্রাণ, ঝলসে দিল আরও দুজনকে

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছে ঈশ্বরদীর দু শিশু। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দু শিশু মারাত্মক ঝলসে যায়। নিহত শিশুরা হলো সিয়াম (৮) ও সবুজ (৯)। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বিবিসি বাজারের পাশে বিশুতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সিয়াম রূপপুর বিবিসি বাজারের সবজি বিক্রেতা রেজাউল ইসলামের ছেলে এবং সবুজ একই এলাকার স্বপন কুমার কুন্ডুর ছেলে। আহতরা হলো লিটন হোসেনের মেয়ে নিপা (৮) ও দিলীপ কুমারের ছেলে প্রান্ত (১০)। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় সিয়াম, সবুজ, নিপা ও প্রান্ত বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে চার শিশুর শরীর ঝলসে যায়। শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এসে তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সিয়াম ও সবুজকে মৃত ঘোষণা করেন। নিপা ও প্রান্তর অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শাহানাজ পারভীন তাদের শরীরের বেশিরভাগই সে গেছে বলে জানা গেছে।