রাজশাহী থেকে কাজী শাহেদ: পুলিশের গালাগালের প্রতিবাদ করায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানকে আটক করে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর দরগাপাড়া থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। তবে বিকেলে স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন আহমদ জানান, দরগাপাড়া এলাকায় পুলিশ মামলা সংক্রান্ত কাজে গেলে জামাত খান তাদের বাধা দেন এবং বদলির হুমকি দেন। এ কারণে তাকে আটক করা হয়েছিল। বিকেলে সদর আসনের সাংসদের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে ছাড়া পাওয়ার পর জামাত খান জানান, পুলিশ দরগাপাড়ায় এক বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তিনি প্রতিবাদ করায় পুলিশ তাকে ধরে নিয়ে আসে।