রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের বুদ্ধি-প্রতিবন্ধী শিশুশিল্পী মারুফকে তার শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এক লাখ টাকা সম্মানী পাঠিয়েছেন। বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্র মারুফের হাতে এক লাখ টাকার সম্মানী তুলে দেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।

প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত সম্মানিপত্রে বলা হয়েছে রংপুরের বুদ্ধি-প্রতিবন্ধী শিশুশিল্পী মারুফের আঁকা ছবি এ বছর পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ব্যবহৃত হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী সদয় হয়ে মারুফকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন এক লক্ষ টাকা সম্মানী প্রদান করেন। সম্মানিপত্র প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, সুইড বাংলাদেশ রংপুর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সুশান্ত ভৌমিক, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন টিটো, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধি, জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।