দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, এ্যাসিডে শুধু মুখ আর শরীরই পুড়ে যায় না, ঝলসে যায় মন। বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। এ্যাসিড প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলে এ্যাসিড সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই দেশ হবে এ্যাসিড সন্ত্রাসমুক্ত।
আইন, বিচার, সুশাসন রুখবে এ্যাসিড নির্যাতন স্লোগানকে সামনে রেখে বুধবার বেলা সাড়ে ১১টায় এ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন এবং ইউনিসেফের সহযোগিতায় জেলা এ্যাসিড নিয়ন্ত্রণ কমিটি ও আরডিআরএস বাংলাদেশ, দিনাজপুর আয়োজিত এ্যাসিড সারভাইভারদের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
আরডিআরএস বাংলাদেশ রংপুরের হেড অব পিসি মনজুশ্রী সাহার সভাপতিত্বে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা সমাজসেবার উপ-পরিচালক স্টিফেন মুুর্মূ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, দিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আমির আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও এসিড ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর সিদ্দিক রুবেল। স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস রংপুর অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (নারী অধিকার) মেসবাহুল নাহার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফারজানা ফেরদৌসী জুলি।
এর আগে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন মোল্লা, প্রথম আলোর জেলা প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার, এ্যাসিড সারভাইভারদের পক্ষে শ্রীমতি মুক্তা রাণী, রূপজান বেগম ও রওশন আরা বেগম।