কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো: ওয়াজি উল্যাহ জুয়েল: কমলনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম টিপু সুলতান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শামছুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা খয়গেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মো: ফাকরুছ ছাত্তার চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলার কলেজ ও মাদ্রসা শিক্ষক এবং বিশিষ্টজনেরা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
উপজেলার ৯টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রসহ স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রযুক্তি নির্ভর ৩০টি স্টল মেলায় অংশগ্রহণ করে। পরে কমলনগর শিল্পকলা একডেমি মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। আয়োজকরা জানিয়েছেন মেলাটি আগামীকাল (শুক্রবার) সমাপ্তি ঘোষণা করবেন কমলনগর-রামগতির সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গ্রামীণ জনপদে তথ্য প্রযুক্তির বিস্তার ঘটানো ও প্রযুক্তি-নির্ভর দক্ষ জনশক্তি তৈরি এ মেলার লক্ষ্য।