কুয়াকাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: ক্রেতা সেজে ১০ পিস ইয়ারাসহ মোটরসাইকেল চালক বেলালকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার সকালে কুয়াকাটা পৌর শহরের দোবাসীপাড়া থেকে কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, বেলার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আটক বেলাল একই গ্রামের নুরু মহুরীর ছেলে।

এর আগে গত রোববার দুপুরে কুয়াকাটার আবাসিক হোটেল স্কাই প্যালেস থেকে ১৫০ পিস ইয়াবাসহ আশিষ কুমার ও রনি সিকদারকে গ্রেফতার করে কুয়াকাটা টুরিস্ট পুলিশ। দীর্ঘদিন ধরে কুয়াকাটার একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে ইয়াবাসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। কুয়াকাটায় আসতে কোনও চেকপোস্ট না থাকায় সাগর ও সড়কপথে সহজেই কুয়াকাটাকে মাদক বিক্রির নিরাপদ স্পট হিসেবে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা।