গফরগাঁওয়ে সামান্য ঘটনায় বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে জিলাপি বিতরণকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাশুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার শবে বরাতের রাতে মসজিদে জিলাপী বিতরণকে কেন্দ্র করে বাশুটিয়া গ্রামের শাহাব উদ্দীনের ছেলে মাসুমের সাথে পাশের বাড়ির স্বপন মিয়ার ছোট ভাই সোহেলের কথাকাটাকাটি হয়। তার জের ধরে বুধবার সকাল সোয়া ৮টার দিকে স্বপন ও সোহেলের নেতৃত্বে ৩০/৪০ জনের সশস্ত্র দল শাহাব উদ্দিনের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ঘরের দরজা জানালাসহ আসবাবপত্র ভাংচুর  করে।
গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা জানান এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।