শেরপুর থেকে এম. সুরুজ্জামান: এসএসসিতে ভালো ফলাফল করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দৃষ্টি প্রতিবন্ধী জ্যাকসন কুয়েদা। কঠোর চেষ্টা, সাহস ও ধৈর্য্যরে সাথে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই সে অদম্যকে জয় করেছে। শেরপুরের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিষ্ঠানের শিক্ষার্থী জ্যাকসন এসএসসির ফলাফলে জিপিএ-৪.০৬ পেয়েছে। সে উচ্চ শিক্ষা লাভ করে প্রতিবন্ধীদের নিয়েই কাজ করতে চায়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান জানান, জ্যাকসন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারীতে সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চলতি বছর সাপমারী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় রাইটার পদ্ধতিতে অংশ নেয়। ২০১০ সালে সাপমারী সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে ভর্তি হয় জ্যাকসন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমতলা দরিদ্র খ্রিস্টান পরিবারের সন্তান সে। তার পিতা সুরেশ কুয়েদা ও মাতা শালিনী কুয়েদা। তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। সে সপ্তম শ্রেণি পর্যন্ত সাভার সালভিলা অন্ধ স্কুলে পড়াশোনা করে শেরপুরে চলে আসে।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.০৬ পাওয়ায় সে আনন্দিত। এ জন্য সে নিজের প্রতিষ্ঠানের শিক্ষকসহ পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ। একইসাথে সে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য প্রতিবন্ধীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আর নিজের ভবিষ্যত আকাঙ্খা সম্পর্কে বলতে গিয়ে সে জানিয়েছে, ঢাকার কোনও ভাল কলেজে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করে প্রতিবন্ধীদের নিয়েই কাজ করতে চায় সে।