বাগেরহাট প্রতিনিধি: স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বাগেরহাটে বারাকপুর বাজারে স্বাধীনতা স্তম্ভ নির্মিত হচ্ছে। বুধবার জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু এ স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম এহতেশামুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন আহমেদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, এ্যাডভোকেট ইলিয়াস আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।