কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে হামলা করে মুক্তিপণের দাবিতে ট্রলারের মাঝি আনিছুর বেপারীকে (৩৩) অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের হামলায় আবু কালাম, রফিক, ওদুদ মিয়া, জাকির, হুমায়ন, সেলিম, খলিলসহ ট্রলারের ১২ জেলে আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের গঙ্গামতি হাইর এলাকার গভীর সমুদ্রে এ ঘটনা ঘটেছে। অপহৃত জেলের বাড়ি কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে। ঘটনার রাতে উপকূলে ফিরে এসে চাপলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের নামবিহীন ট্রলারের জেলেরা এ অপহরণের ঘটনা জানান।
অপহৃত জেলে আনিছুরের ভাই জাহিদ বেপারী ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানায়, সাগরে মাছ ধরারত অবস্থায় একটি নামবিহীন ট্রলারে করে ১৪/১৫ জনের একদল সশস্ত্র জলদস্যু আকস্মিক ট্রলারে হামলা করে। এ সময় ট্রলারে থাকা জেলেদের নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং ট্রলারের ১২ জেলেকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ট্রলারের ১১ জেলেকে ছেড়ে দিয়ে মুক্তিপণের জন্য একটি মোবাইল নম্বর দিয়ে আহত অবস্থায় তার ভাইকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলের পিতা মোস্তফা বেপারী জানান, প্রশাসনকে জানালে তার ছেলেকে মেরে ফেলতে পারে এ আশংকায় এখন পর্যন্ত প্রশাসনকে বিষয়টি জানাননি।
হঠাৎ করে সাগরে জলদস্যুদের হামলা ও জেলে অপহরণের ঘটনায় গোটা উপকূলীয় জেলে পল্লীগুলোতে আতংক বিরাজ করছে।