রংপুর থেকে জয়নাল আবেদীন: পূজা-পার্বণ, বাল্যভোগ, রাজভোগ সন্ধারতি এবং শীতল ভোগসহ নানা অনুষ্ঠানে বৃহস্পতিবার রংপুর করুণাময়ী কালীবাড়ি মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৫তম তিরোধান দিবস পালিত হচ্ছে।
সকাল ৮টায় মন্দিরের পুরোহিত শ্রী গিরীজা শংকর চক্রবর্তী ভক্তদের নিয়ে পূজা-অর্চণা শুরু করেন। এরপর সকাল ৯টায় ভক্তদের মাঝে বাল্যভোগ প্রদান, দুপুরে ভক্তরা সম্মিলিতভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণে অঞ্জলি প্রদান করেন। এরপর রাজভোগ প্রদান করে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যায় সন্ধারতির পর রাতে শীতলভোগের মাধ্যমে পাদুকা উৎসব শেষ করা হবে। রংপুর করুণাময়ী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অজয় প্রসাদ বাবন জানান, এ অনুষ্ঠানে রংপুর অঞ্চলের প্রায় চার হাজার ভক্ত উপস্থিত ছিলেন।