কাজী শাহেদ, রাজশাহী: বাগমারায় অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের এক ঘণ্টা পর ওই ছাত্রীকে উদ্ধার করে হয়।
অপহরণের সঙ্গে জড়িতদের ধরা না গেলেও অপহরণের কাজে ব্যবহার করা মাইক্রোবাস ও চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম তফিজুল ইসলাম (২৬)।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী (১৫) পরীক্ষা দিতে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতী পাড়ার সুমন (১৯) তার ৫-৬ জন সঙ্গী নিয়ে ছাত্রীর গতিরোধ করে। তারা ধারাল অস্ত্রের মুখে ছাত্রীকে একটি ভাড়া মাইক্রোবাসে ওঠায়। এসময় ছাত্রী চিৎকার শুরু করলে তার মুখে কাপড় দিয়ে চেপে ধরা হয়। মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা ছাত্রীটিকে নিয়ে পালিয়ে যায়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীর পরিবারের কাছে খবর পাঠালে তারা উদ্ধারে তৎপর হন।
ছাত্রীর বাবা জানান, মাইক্রোবাসটি নওগাঁর দিকে যাচ্ছে জেনে তিনিসহ তার আত্মীয়স্বজন মোটরসাইকেল নিয়ে পিছু নেন। প্রায় এক ঘণ্টা পর রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দার সাবাইহাট এলাকা থেকে লোকজনের সহায়তায় মাইক্রোবাসটি আটক করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। তবে মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়। পরে থানায় খবর দেওয়া হলে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহরণের সঙ্গে জড়িত মাইক্রোবাস চালক তফিজুলকে আটক ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, এ বিষয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে ঘটনার মূল হোতা সুমনসহ ছয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন। এ মামলায় পুলিশ মাইক্রোবাসসহ তার চালককে গ্রেফতার করেছে। পুলিশ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।