দেশের খবর ডেস্ক: আসন্ন ভারত সিরিজের আগে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের শনির দশায় পেয়েছে। অনুশীলন করার সময় আঙ্গুলে চোট পেয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। চোটের কারণে ভারত সিরিজে তার খেলা হচ্ছে না।
এর আগে সকালেই সড়ক দুর্ঘটনায় মাশরাফি বিন মুর্তজা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিক গত পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন, যা এখনও পুরোপুরি সারেনি। ফলে ভারতের বিপক্ষে তার কিপিং করা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। একই সিরিজে হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান পেসার শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ। আশংকা করা হচ্ছিল, আঙুলে চিড় ধরেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য মাহমুদুল্লাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশংকাই সত্যি হয়, সেখান থেকে সুখবর আসেনি।
আঙুলের হাড়ে ‘ফ্র্যাকচার’ ধরা পড়ায় আপাতত তাঁকে বেশ কিছু দিনের বিশ্রামেই যেতে হচ্ছে বলে জানা গেছে। বিশ্বকাপে দলের সেরা ব্যাটসম্যানটিকে ভারত সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা নিয়েও শঙ্কা থাকবে। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৮ জুন। বাকি দুটি ওয়ানডে হবে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে সকালেই সড়ক দুর্ঘটনায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান।
বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পান বাংলাদেশের সেরা পেসার মাশরাফি। তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে কেটে গেছে। আর বাঁ-হাতের কিছু অংশ ছড়ে গেছে।
বিসিবির একজন কর্মকর্তা জানান, তারা খুব একটা আশঙ্কা দেখছেন না। তবে ভালোভাবে পরীক্ষা করার জন্য মাশরাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।