রেজাউল করিম, শেরপুর: শ্রীবরদী উপজেলার একটি গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে আশংকাজনক অবস্থায় বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। তার বাবা ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী গোলাপ আলীর বখাটে ছেলে বাবুল মিয়া তাকে জোর করে বাড়ি নিয়ে বাথরুমে আটকে রাখে। রাতে তাকে একাধিকবার ধর্ষণ করে বাবুল।
গুরুতর আহত অবস্থায় সকালে তাকে বাড়ির পাশে রাস্তায় ফেলে আসে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।