কয়লা আমদানি বন্ধ, ৭ কোটি টাকা রাজস্ব হারিয়েছে নাকুগাঁও স্থলবন্দর

এম সুরুজ্জামান, শেরপুর: কয়লা আমদানি বন্ধ থাকায় চলতি অর্থ বছরে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে রাজস্ব আয় কমে গেছে সাত কোটি টাকার বেশি।

এ বন্দরে শুধুমাত্র বোল্ডার পাথর আমদানি চালু আছে এবং বাংলাদেশ থেকে সামান্য পরিমাণ পণ্য এ বন্দর দিয়ে ভারতে যাচ্ছে। পাথর আমদানি বাবদ বন্দরে রাজস্ব আয় হয়েছে মাত্র ১ কোটি ৩০ লাখ টাকা। এ বন্দরে প্রতি অর্থ বছরে রাজস্ব আয় হতো কমপক্ষে ৮ থেকে ১২ কোটি টাকা। কয়লা আমদানি বন্ধ থাকায় প্রতিষ্ঠার পর বন্দরটি সবচেয়ে কম রাজস্ব আয় করেছে।

শুল্ক কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থ বছরের মে মাস পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দর দিয়ে কোনও প্রকার কয়লা আমদানি হয়নি। পাথর আমদানি করা হয়েছে ৪০ হাজার ৫০ মেট্রিক টন।

nakugaon land port
শুধুমাত্র পাথর আমদানির ওপরই টিকে আছ নাকুগাঁও স্থলবন্দর।

রাজস্ব কমে যাওয়ার কারণ জানতে চাইলে কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালতে পরিবেশবিদরা মামলা করার ফলে ভারত থেকে চলতি বছর কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। আবির ট্রের্ডাসের স্বত্বাধিকারী আক্তারুজ্জান বলেন, ভারতের পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা ছাড়াও ভারতের কাস্টমস হাউজে ওয়েট মেশিন না থাকার কারণেও কয়লা আমদানি করা যাচ্ছে না। কবে নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে তা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না।

এ স্থলবন্দর দিয়ে ক্রাউন ব্রান্ডের সিমেন্ট রফতানি হয়েছে ২ হ্জাার ২০০ মেট্রিক টন, মশারির নেট রফতানি করা হয়েছে ১৬৫ মেট্রিক টন। এছাড়াও লুঙ্গির একটি চালানও রপ্তানি হয়েছে এ বন্দর দিয়ে।