নানা অনুষ্ঠানে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

‘শতকোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো শেরপুর, শেরপুরের নালিতাবাড়ী, রংপুর, কিশোরগঞ্জ, পিরোজপুরের কাউখালী ও বাগেরহাটের মংলায় নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

শেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্ত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী। বন বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন, ব্র্যাক ও স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার সহায়তায় শোভাযাত্রায় ছাত্রছাত্রীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

sherpur world environment day
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আলোচনা সভা।

এরপর জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটির প্রতিপাদ্যের ওপর মুলপ্রবন্ধ পাঠ করেন সহকারী বন সংরক্ষক মমিনুর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক শিব শংকর কারুয়া, এনজিও কর্মী দিলীপ চিরাণ, শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সাংবাদিক হাকিম বাবুলসহ অন্যরা বক্তব্য রাখেন।

শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

poribes pic nalitabari1
বিশ্ব পরিবেশ দিবসে নালিতাবাড়ীতে র‌্যালি বের করা হয়

উপজেলা পরিষদ, বন বিভাগ ও এনজিও এসডিএফের আয়োজনে উপজেলা কৃষি অফিসার শরিফ ইকবালের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুটিলা বনবিভাগের রেঞ্চ কর্মকর্তা জিল্লুর রহমান আকন্দ, বন বিভাগের আক্রাম হোসেন, সিটি প্রেস ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শিক্ষক মকবুল হোসেন, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জেলা কর্মকর্তা আশরাফুল আলম রিপন, উপজেলা পরিষদের সিএ আল আমিন প্রমুখ।

রংপুর নগরীতে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোভাযাত্রা,পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, গাছের চারা বিতরণ, আালোচনা সভা এবং পুরস্কার বিতরণ। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা  বের হয়।

rangpur world environment day
রংপুরে পরিবেশ দিবসের শোভাযাত্রা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহবুব-উল করিমের সভাতিত্বে টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, প্রাইম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আক্কাছ আলী সরকার, প্রেস ক্লাব সভাপতি মফলুল হক, নির্বাহী  ম্যাজিস্ট্রেট ছন্দা পাল, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক  আখতারুজ্জান টুকু। পরে  চিত্রাঙ্কন  প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার তুলে দেয়া হয় ।

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিশুদের চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। শহরের পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়।

kishoreganj world environment day
কিশোরগঞ্জে পরিবেশ দিবসের শোভাযাত্রা।

জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত সভায় আলোচনা করেন জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলে রাব্বি, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামালসহ অন্যরা। শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

kawkhali environtment day
কাউখালীর শোভাযাত্রা।

পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বন কর্মকর্তা দিবাংকর রায়, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ, সমাজ সেবক আবদুল লতিফ খসরু,পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক শাহ আলম নসু প্রমুখ।

বাগেরহাটের মংলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্ক প্রতিযোগিতার আয়োজন করে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, রূপান্তর, সার্ভিস বাংলাদেশ ও কোডেক-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলী প্রিন্স, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, প্রভাষক মাহবুবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের পার্থ প্রতিম দাস, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

mongla environment day
মংলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়।

সকাল ১১টায় নারিকেলতলায় গঠন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুশান্ত রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সমন্বয়কারী মো. নূর আলম শেখ, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর মল্লিক ও অপূর্ব রায় প্রমুখ। আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা নারিকেলতলা বাজার প্রদক্ষিণ করে।