বরগুনা খেলাঘরের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রতিনিধি, বরগুনা: ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ স্লোগান নিয়ে বরগুনায় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের উদ্যোগে শুক্রবার শুরু হয়েছে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা। খেলাঘর বরগুনা জেলা কমিটির অন্যতম শাখা সাগরপাড়ি খেলাঘর আসরের আয়োজনে দু দিনের এ আবাসিক কর্মশালায় খেলাঘরের ছয়টি শাখা আসর থেকে ৫২জন কর্মী অংশ নিচ্ছেন।

barguna khelaghar workshop
খেলাঘরের কর্মশালায় ৫২ জন অংশ নিচ্ছেন।

শিশুর প্রারম্ভিক বিকাশ, নীতি ও নৈতিকতা, আমাদের মুক্তিযুদ্ধ, পৃথিবীর সৃষ্টির রহস্যসহ বিভিন্ন  বিষয়ের ওপর কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হবে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন খেলাঘর বরগুনা জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান নশা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, জেলা কমিটির সহ-সভাপতি নিগাত সুলতানা আজাদ, শুভেচ্ছা খেলাঘর আসরের সভানেত্রী লুৎফুন্নাহার বকুল ও সাধারণ সম্পাদক ইখলাস বাবু, সাগরপাড়ি খেলাঘর আসরের সভাপতি বেবি দাস ও সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সমাদ্দার প্রমুখ। শনিবার বিকলে কর্মশালা শেষ হবে।