জয়নাল আবেদীন, রংপুর: সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে শনিবার দুপুরে এ্যারোবিক বা শুকনো পদ্ধতিতে চাষকৃত বোরো ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার হায়দর উপস্থিত ছিলেন। পরে কৃষক, কৃষি কর্মকর্তা ও গবেষকরা মাঠে ধান কাটায় অংশ নেন ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান দীর্ঘদিন ধরে এ্যারোবিক পদ্ধতিতে ধান চাষের পরীক্ষা-নিরীক্ষা করছেন। এ পদ্ধতিতে ধান চাষ করলে প্রচলিত পদ্ধতির তুলনায় কমপক্ষে ৫০ থেকে ৬০ ভাগ পানি সাশ্রয় হয়। এতে ধানের ফলন কমবে না।