কমলনগরে যায়যায়দিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল: আনন্দঘন পরিবেশে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যায়যায়দিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়। যায়যায়দিন পত্রিকার কমলনগর প্রতিনিধি মোঃ ওয়াজি উল্যাহ জুয়েলের সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে কেক কেটে উৎযাপন অনুষ্ঠান ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সৈয়দ শামছুল আলম।

pic(3) 06-06-15
উপজেলা মিলনায়তনে কেক কেটে উৎযাপন অনুষ্ঠান ঘোষণা করা হয়

বিশেষ অতিথি ছিলেন জেএসডির উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নিরব, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি এম এ মজিদ। আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা কামাল দেওয়ান, প্রয়াস এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সাংবাদিক ইউছুফ আলী মিঠু ( মানব জমিন), মুসা কালিমুল্লাহ (আমাদের সময়), শাহরিয়ার কামাল (খবর), ডাঃ বিপ্লব (গ্রামীণ কন্ঠ), রিয়াজ মাহমুদ বিনু (বাংলাদেশ সময়), মানবাধিকার কর্মী আমজাদ হোসেন।  এছাড়া উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রিকার কমলনগর ফ্রেন্ডস ফোরাম, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সভা সঞ্চালন করেন, মোখলেছুর রহমান ধনু (দিনকাল।

যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল আওয়াল, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমেদ, এমপি’র প্রতিনিধি এডভোকেট আনোয়ারুল হক, উপকুল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলাম, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এম জায়েদ হোছাইন ফারুকী, ২নং সাহেবেরহাট ইউনিয়ন চেয়ারম্যন আবুল খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।