নরেন্দ্র মোদিকে লাল গালিচা সংবর্ধনা, জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আজ সকালে দু দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছালে পর তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান ‘রাজদূত’ ভারতের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে সকাল ১০টা ৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর অবতরণ করে।

নরেন্দ্র মোদি ১০টা ২৫ মিনিটে বিমান থেকে নামার পর ১৯ বার তোপধ্বনি করা হয়।

বিমান বন্দরে একটি শিশু নরেন্দ্র মোদিকে ফুল দিয়ে স্বাগত জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে ভিভিআইপি টারমাকের কাছে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। এসময় একটি শিশু তাকে ফুলের তোড়া উপহার দেয়।

এর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের কাছে স্থাপন করা অস্থায়ী সালাম গ্রহণ মঞ্চে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নরেন্দ্র মোদিকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সালাম গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সুসজ্জ্বিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে ভারতের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

এরপর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। ভারতের প্রধানমন্ত্রীও এ সময় তার সফরসঙ্গীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রী অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভারতের প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

এছাড়া কেবিনেট সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া, প্রধানমন্ত্রী মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী ১১টা ২০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতি সৌধে যান। সেখানে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর বাদকদল বিউগলে করুণ সুর বাজান এবং ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। স্মৃতি সৌধে একটি গাছের চারাও রোপণ করেন নরেন্দ্র মোদি।

জাতীয় স্মৃতি সৌধে পৌঁছুলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আইনমন্ত্রী আনিসুল হক তাকে স্বাগত জানান।

সূত্র: বাসস