রাজশাহী পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে উত্তম-রুহুল প্যানেল জয়ী

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে উত্তম-রুহুল প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্পর্শ এন্টারপ্রাইজের উত্তম কুমার তলাপাত্র সভাপতি ও ছাত্রবন্ধু লাইব্রেরির রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

rajshahi book election photo 05 june

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জামিলুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ, মো. আসাদুজ্জামান, জুবায়ের ইসলাম ও দিপক কুমার সাহা, সদস্য পদে আজাদ রহমান, রাকিব হাসান, ফজলে আজিজ, আবুল কালাম শেখ, আশিকুল ইসলাম, আবদুল কুদ্দুছ, ঈমাম হোসেন, এস.এম আকরাম আলী, রহমত উল্লাহ ও আবু তালেব।