শেরপুর থেকে রেজাউল করিম: চিকিৎসা সুবিধা বঞ্চিত এলাকার মানুষের জন্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরনা ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অবস্থিত শ্রীবরদী ঝিনাইগাতী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলে এ মেডিকেল ক্যাম্প। এতে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
এ সময় শ্রীবরদী ঝিনাইগাতী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের সহকারি সম্পাদক ডাঃ শাহ মোঃ আবু রায়হান আল বেরুনী, সহ-সভাপতি ডাঃ আমজাদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য সচিব ডাঃ বেগম শামছুন নাহার শিরিনসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে গাইনী, মেডিসিন, ডায়াবেটিস, সার্জারি, অর্থোপেডিকস, অ্যাজমা, হাঁপানি, উচ্চরক্তচাপ ও সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় এক হাজার রোগী এ সেবা গ্রহণ করেন।