রংপুর থেকে জয়নাল আবেদীন: ভারতের কাছ থেকে তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রোববার দুপুরে সারা বাংলা কৃষকজোট রংপুর শাখার আয়োজনে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানবন্ধন সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর সফল হলেও আমরা বাংলাদেশের জনগণের জন্য জীবন-মরণ সমস্যা তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছি।
তারা আরও বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল হক, আজিজার রহমান, ফেরদৌসি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।